السَّلامُ عَلَيْكُم ورَحْمَةُ اللهِ وَبَرَكاتُهُ
মুহতারাম, দীনি ভাই-বোন,
আলহামদুলিল্লাহ! পবিত্র রামাদান মাস আমাদের দ্বারে উপনীত হয়েছে। এই মাসটি ইবাদাতের একটি বিশেষ মৌসুম, যাতে ভালো কাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষত দুটি ইবাদত রামাদান মাসে বেশি করে পালনের জন্য হাদীসে উৎসাহিত করা হয়েছে। প্রথমটি হলো দান। ‘সাদকা’ বা দান আল্লাহ তা‘আলার অত্যন্ত প্রিয় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে মুমিন অগণিত সাওয়াব লাভ করেন এবং দুটি বিশেষ পুরস্কার পেয়ে থাকেন: প্রথমত, দানের মাধ্যমে গুনাহ মাফ হয়, এবং দ্বিতীয়ত, আল্লাহ তা‘আলা বালা-মুসিবত দূর করে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, ন্যায়ের পথে নির্দেশ দেওয়া, অন্যায় থেকে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা বা যে কোনোভাবে মানুষের উপকার করা—এসবই আল্লাহর নিকট সাদকা হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা বেশি বেশি দান করতে ভালোবাসতেন, বিশেষ করে রামাদান মাসে তাঁর দান-খয়রাতের পরিমাণ সীমাহীন হয়ে যেত। কোনো যাচ্ঞাকারী বা প্রার্থীকে তিনি কখনও বিমুখ করতেন না।
আলহামদুলিল্লাহ! ঐতিহ্যবাহী আস-সুন্নাহ ট্রাস্টের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। এখানে এতিম, দুস্থ ও অসহায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা, দাতব্য চিকিৎসা সেবা এবং অসহায়দের সহযোগিতা করার চেষ্টা করা হয়।
আব্দুল্লাহ জাহাঙ্গীর আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্সের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। ৬ তলা ভবনের পাঁচ হাজার বর্গফুটের চতুর্থ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। বাইরে ও ভিতরে প্লাস্টারের কাজ শেষ হয়েছে। বর্তমানে ভিতরের টাইলস ফিটিং, গ্রিল, বৈদ্যুতিক, স্যানিটেশন, সাউন্ড সিস্টেম এবং রং করার কাজ বাকি রয়েছে। দীর্ঘদিন অর্থনৈতিক সংকটের কারণে কাজ বন্ধ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ! কিছুদিন আগে থেকে কাজ পুনরায় শুরু হয়েছে। আমরা আল্লাহর দরবারে দুআ করি, তিনি যেন এই কাজগুলো সম্পন্ন করার তাওফিক দান করেন।
আমরা আরও দুআ করি, যারা অতীতে সহযোগিতা করেছেন এবং যারা ভবিষ্যতে সহযোগিতা করবেন, আল্লাহ তা‘আলা তাদের সকলের দান কবুল করুন। মহান আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে পবিত্র রামাদানের ফযিলত ও বরকত লাভ করার তাওফিক দান করুন। বিশেষ করে এই মাসে আপনার যাকাত ও সাধারণ দানের একটি অংশ আস-সুন্নাহ ট্রাস্টে প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমীন!
উসামা খোন্দকার
চেয়ারম্যান,
আস-সুন্নাহ ট্রাস্ট