আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 686

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 16 ডিসে. 2007

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, সম্প্রতি আমি ইসলামে পর্দা বইটার কিয়দংশ পড়েছি। আমি বইটিতে পেলাম যে, মহিলাদের সুগন্ধি বা এককথায় বডি স্প্রে ব্যবহার করা জায়েজ নাই। এই গরমে আমরা অনেকেই বডি স্প্রে ব্যবহার করি শুধু গরমের দূর্গ্ধন্ধ থেকে বাঁচার জন্য এবং তা মোটেও কড়া গন্ধ নয়। আর আমাদের বোরকা একটা হওয়াতে তা প্রতিদিন ধোয়া সম্ভব ও নয়। এই অবস্থায় আমরা কি করব বা কি করণীয়? জানিয়ে দুশ্চিন্তামুক্ত করুন। (যাদের শুধু একটা বোকরা আছে)।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ছেলেরা আকর্ষিত হবে সেই কারণে মেয়েদের সুগন্ধিযুক্ত কোন কিছু মেখে বাইরে যেতে হাদীসে রাসূলুল্লাহ সা. নিষেধ করা হয়েছে। আপনি যা লিখেছেন সে অনুযায়ী যদি আরেকটি বোরকাতে সমস্যার সমাধান হয় তাহলে আরেকটি বোরকার ব্যবস্থা করা উচিত। বর্তমান সময়ে এটা কোন কঠিন ব্যাপার না। তারপও যদি কারো একান্তই না থাকে তাহেল এতটুকু পরিমান বডি স্প্রে ব্যবহার করবেন যার গন্ধ বাইর ছড়াবে না।