আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 685

নামায

প্রকাশকাল: 15 ডিসে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১। আমি চার রাকআত তাহাজ্জুদ পড়ি আর এক রাকআত বিতর পড়ি এটা হবে কি?
২। আসসালামু আলাইকুম, ভাই্, জামায়াতে যেতে দেরি হওয়ার কারনে আমার প্রথম রাকায়াত ছুটে যায় । আমি দ্বিতীয় রাকায়াত থেকে নামাজ সুরু করি, ২ রাকায়াত পর ইমাম সাহেব আত্যাহিয়াতু পরার জন্য বসেন,এখন কি আমিও আত্যাহিয়াতু পরব? আমার তো এক রাকাত হয়েছে, প্রথম রাকায়াত ছুটে গাছে। এমনি ভাবে ইমাম সাহেব ৪ রাকায়াত পর যখন আত্যাহিয়াতু পরবে থকন ত আমার তিন রাকায়াত হবে তখনও কি আমি আত্যাহিয়াতু পড়ব?যদি আমি উপরের দুই জায়গাতেই পড়ি তাহলে ইমাম সাহেব এর সালাম ফিরানোর পর আমি বাকি এক রাকায়াত পরার পর ও কি আত্যাহিয়াতু পড়ব? তাহলে কিন্তু আমার আত্তাহিয়াতু তিনবার হয়ে যাচ্ছে … আর ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমি যখন এক রাকায়াত পড়ব তখন কি সুধু সূরা ফাতিহা পড়ব নাকি ফাতিহার সাথে আরও একটি সূরা পড়ব? বিসয় টি আমাকে জানাবেন খুবই দরকার। ৩। বুখারি শরীফ কোন পাবলিকেশন এরটা কিনতে পাড়ি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। জ্বি, আপনি চার রাকআত তা্হাজ্জুদ আর এক রাকআত বিতর পড়তে পারেন। নামাযে যোগ দেয়ার পর ইমাম সাহেব যা যা করবে আপনি তাই তাই করবেন। আত্তহিয়্যাতু তিনবার কেন চারবা হলেও দোষ নেই। শেষ রাকআতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ কিনবেন।