As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6567
আস-সালামু আলাইকুম, ধরেন আমি একটা সূরা মুখস্ত করার চেষ্টা করছি,  কয়েকটা আয়াত ভালোভাবেই মুখস্ত করছি, কিন্তু নামাজে তিলওয়াত করতে গেলে অনেক দিন এমন হয় নামাজের মধ্যেই ভুলে যায় আর মনে পড়ে না, এক্ষেত্রে কি করবো

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6567

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ধরেন আমি একটা সূরা মুখস্ত করার চেষ্টা করছি,  কয়েকটা আয়াত ভালোভাবেই মুখস্ত করছি, কিন্তু নামাজে তিলওয়াত করতে গেলে অনেক দিন এমন হয় নামাজের মধ্যেই ভুলে যায় আর মনে পড়ে না, এক্ষেত্রে কি করবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি পড়তে সমস্যা হওয়ার সময় ৩ আয়াত পরিমাণ পড়া হয়ে যায় তাহলে রুকুতে চলে যাবেন, এরপর সাজদা করবেন, স্বাভাবিক নিয়মে নামায শেষ করবেন। আর যদি ৩ আয়াত পরিমাণ পড়া না হয় তাহলে কুরআন শরীফের অন্য কোথাও হতে অন্তত ৩ আয়াত পরিমাণ তেলাওয়াত করে তারপর রুকুতে যাবেন।