As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6554
Assalamualaikum. ছেলেদের হাঁটু ঢেকে রাখতেই হবে। কিন্তু বাড়িতে শুধু নিজের আব্বা মা আর নিজের দিদি থাকলে শুধু বাড়ির মধ্যেই হাফ প্যান্ট( হাঁটুর একটু উপর) পড়া জায়েজ হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6554

প্রশ্ন

Assalamualaikum. ছেলেদের হাঁটু ঢেকে রাখতেই হবে। কিন্তু বাড়িতে শুধু নিজের আব্বা মা আর নিজের দিদি থাকলে শুধু বাড়ির মধ্যেই হাফ প্যান্ট( হাঁটুর একটু উপর) পড়া জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বাড়ির ভিতরেও আব্বা-আম্মা বা অন্য কারো সামনে হাঁটুর উপরে থাকে এমন কোন পোশাক পরা যাবে না। হাঁটুর ঢাকা থাকে এমন পোশাক পরা ফরজ।