আস-সালমু আলাইকুম, অনেক ওয়াজে শুনেছি যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্য টুকটাক মিথ্যা বলা জায়েজ। কিন্তু রাসূল (দ) নিজে কি কখনো এরূপ করেছেন? অর্থাৎ, এক্ষেত্রে সুন্নত কি? বর্তমানে, ব্যবসায়িক প্রয়োজনে এবং ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে মিথ্যা বলে মানুষ, যদিও এসব মিথ্যা সরাসরি কারো হক নষ্ট করে না, এগুলো কি জায়েজ? উদাহরণস্বরূপ, অনেক ব্যবসায়ী ৭০ টাকা কেনা দাম কাস্টমার কে ৯০ টাকা বলে! এখানে কাস্টমার স্বাধীন বাজার যাচাই করে কিনতে পারে। সামগ্রিকভাবে, মিথ্যাকে বর্তমানে অনেক আলেম ও উৎসাহিত করেন বিভিন্ন পরিস্থিতে। এভাবে টুকটাক মিথ্যার অভ্যাসের ব্যাপারে আপনাদের মতামত এবং সুন্নাহ জানতে চাচ্ছি। আল্লাহ্ আপনাদের উত্তম বিনিময় দিন।