আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6409

আদব আখলাক

প্রকাশকাল: 17 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমরা জানি পিতা মাতা শিরক করতে বললে আমরা শিরক করব না। কিন্ত পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। এখানে বেয়াদবি বলতে কেমন আচরণকে বুঝানো হয়েছে? যতি পিতা মাতা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু বলে তাহলে আমরা কিভাবে উনাদের সাথে আদব রক্ষা করে কথা বলব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনে করুন, পিতা-মাতা তাদের সন্তানকে বললো, অমুক মাজারে গিয়ে সাজদা দিয়ে আসো। সন্তান তখন বলবে, মাজারে সাজদা দেয়া শিরক-হারাম, সুতরাং আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিতে পারবো না। এর বাইরে কোন খারাপ কথা বলা যাবে না। যেমন, “তোমরা শয়তান, তোমরা পশু-জানোয়ার, কীভাবে আমাকে মাজারে যেতে বললে”, এই ধরণের বাক্য বলা যাবে না।