আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5568

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একজন স্ত্রী মহিলা পরকিয়া করে স্বামীর কাছ থেকে তালাক নিয়েছে। এক বছর পর সেই মহিলা যে পুরুষের সাথে পরকিয়া করেছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এতে কি বিবাহ হবে? এরকম বিবাহের ব্যাপারে শরয়ী বিধান কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাক যদি নিয়ে নেয় তাহলে এই বিবাহ শুদ্ধ হবে। তবে পরকিয়া করা কিন্তু অবৈধ।