আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5071

রোজা

প্রকাশকাল: 18 ডিসে. 2019

প্রশ্ন

১২ বছর বয়স থেকে রোজা ফরজ। কিন্তু সেই বয়স থেকে সব গুলো রোজা করা হয় নি। নিজেও জানতাম না এবং পরিবার থেকেও গুরুত্বটা তেমন বুঝি নি। এখন জানার পর কি করতে পারি? কতগুলো রোজা কাজা করেছি সেটারও হিসাব জানা নেই।

উত্তর

সঠিক কথা হলো নারী ও পুরুষ যখন শরীয়তের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে নামায, রোজা বা ইসলামের সকল বিধিবিধান পালন করা তার জন্য ফরজ। একজন মেয়ে মানুষের যখন হায়েজ তথা মাসিক শুরু হয় তখন থেকে সে প্রাপ্ত বয়স্ক বলে গণ্য। এই সময় থেকে তার জন্য রোজা ফরজ। আপনি অনুমান করে হিসাব করবেন, জীবনে কতটি রোজা রাখেন নি। এরপর প্রতিটি রোজার পরিবর্তে েএকটি করে রোজা কাজা করবেন। এভাবে কিছ কিছু করে রাখতে থাকুন। আল্লাহ আপনাকে ইসলামের পথে অটুট রাখুন।