আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4444

ঈমান

প্রকাশকাল: 31 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি জন্মসূত্রে হানাফি মাযহাবী। তবে সেটা নামে মাত্র। গতবছর এক সহকর্মীর মাধ্যমে স্যারের খোঁজ পাই। তারপর শুনতে থাকি মুগ্ধ ভক্তের মত আর জানতে থাকি আর শিখতে থাকি। তারপর আস্তে আস্তে পালনকরাও শুরু করি আলহামদুলিল্লাহ সাথে নিজেই পড়তে শুরু করি আরও জানার জন্য। বর্তমানে মাযহাব নিয়ে কিছুটা বিভ্রান্তিতে আছি। আমি এখন স্যারের মত উদার ভাবে মাযহাব মানি এবং সব ইমামকে ফলো করি যেটা যাচাই করে সহীহ মনে হয় সেটা পালনকরি। আমি দলাদলি মানতে পারিনা সব মাযহাবীই আমার ভাই। শুধুমাত্র কিছু বেপারে মতভেদ থাকে তাই বলে তাকে আলাদা দল করে ভাবিনা। সমস্যা হলো কিছু মাযহাবী ভাই যাদের নিজের মাযহাব সম্পকে ভাল গেয়ান ও নেই আর আহলে হাদিস নামে একটি দল শধু এই মুসলিম উম্মাহ কে দলে ভাগ করছে যেটা আমি সহ্য করতে পারছি না কষ্ট পাচ্ছি। তারা বিভিন্ন আয়াত দলিল দেয় যে, সঠিক দল করা লাগবে অরো অনেক কিছু, যদিও আমি দেখলাম তারা ভুল অর্থ বুঝেছে। আর আহলে হাদিস ভাইরা একটি হাদিস বলে যে তাদের দল সেই হকের পথে আছে যেটা রাসূলুল্লাহ সঃ ওসিয়াত করেছেন। তবে আমি এই হাদিস পড়ে বুঝেছি এখানে রাসূলুল্লাহ সঃ পুরা মুসলিম উম্মাকেই বুঝিয়েছেন যারা তার সুন্নাহের সাথে থাকবে এখানে আলাদা দল বা ফিতনা করতে বলা হয়নি । প্রশ্ন:
# এসব দল কি ঠিক?
# দলীয় ভাইরা যে দলিল দলিল দেখান তা কতটা সহীহ এবং এসব দলিলের প্রেক্ষীতে তাদের যে বুঝ তা কতটা সহীহ?
# আমি মাযহাব নিয়ে যে ধারণা পোষণ করি তা ঠিক কিনা?
# আমরা কেন মুসলিম উম্মাকে ভেঙে ফেলছি এত কোরআন হাদিস শিখার পরও যেখানে দলাদলি হারাম যেখানে প্রত্যেক মুসলিম ভাই ভাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি স্যার রহি. এর মানহাজরে উপর চলুনে। কোন মাজহাবভিত্তিক দলাদলীতে যোগ দেওয়ার দরকার নেই।