আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4445

হালাল হারাম

প্রকাশকাল: 1 এপ্রিল 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ছিল যে পুলিশ এ চাকরি করতে গেলে বাধ্যতামুলক ভাবে জাতীয় পতাকা কে স্যালুট দেয়া লাগে যা একটি শিরক,না করলে অনেক সমস্যা হতে পারে এমনকি চাকরিও চলে যেতে পারে,তাই এই কাজ বাধ্যহয়ে কেউ করলে কি শিরক হবে বা ব্যাক্তির কি গুনাহ হবে,এইটা ছাড়া সরকারি চাকরি করতে গেলে এমন অনেক কাজ বাধ্য হয়ে করা লাগে যা শিরক,তাই এই সরকারি চাকরি কি করা যাবে আর করলে ব্যাক্তি বাধ্য হয়ে এগুলা করলে কি সে মুশরিক হবে….?

উত্তর

ওয়া আলাইকুমুস সারম। গুনাহের কাজ করলে গুনাহ হবে এটা স্বাভাবিক।যে অজুহাতেই করেন না কেন। শিরক করলেই মুশরিক বলবো না, তবে শিরকে লিপ্ত এতটুকু তো বলতে হবে।