আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3912

লেনদেন

প্রকাশকাল: 15 অক্টো. 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম হুজুর, গত জুমাতে একটা প্রশ্ন করেছে উত্তর দিতে পারিনাই দয়াকরে উত্তরটা জানালে আল্লহর ইচ্ছা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। প্রশ্ন মসজিদের টাকা দিয়ে মুয়াজ্জিন, ইমাম ও খতীবদের সম্মানি প্রদান করা যয়েজ হবে কিনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি কোন বাড়িতে কাজ করেন তাহেলে তো নিশ্চয় বাড়ির মালিক তার টাকা দিয়ে আপনার বেতন দিবেন। আপনি যখন মসজিদে কাজ করবেন তখন মসজিদের টাকা দিয়েই তো আপনার বেতন দিতে হবে। ইমাম-মুয়াজ্জিন- খতীব সবাই মসজিদের কাজেই তো লিপ্ত, তাহলে প্রশ্ন উঠবে কেন? মসজিদের টাকা দিয়ে বেতন না দিলে কোন টাকা থেকে তাদের বেতন দিবে? সুতরাং জায়েজ।