আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3913

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 অক্টো. 2016

প্রশ্ন

আমি স্যারের পক্ষ থেকে উত্তর টা জানতে চাচ্ছি। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলে সেই বাড়িতে থাকা যাবে কিনা? কেননা এখানে আমরা সরাসরি সুদের সাথে জড়িত না থাকলেও আমাদের ভাড়ার টাকা দিয়েই বাড়িওয়ালা ব্যাংকের সুদসহ ঋণ দিচ্ছে। এখানে ভাড়াটিয়ার কোন গুনাহ হবে কিনা? যদি গুনাহ হয় তাহলে কেন? আর যদি গুনাহ না হয় তাহলেও কেন? দুইটার সঠিক কারন জানতে চাচ্ছি। হাদিসে সরাসরি চার জনের কথা উল্লেখ আছে, সুদ দাতা, গ্রহিতা, লেখক ও সাক্ষী। এর বাইরে কি আর কেউ গুনাহগার হবে? কেননা মদের ব্যাপারে ইবনে মাজাহতে একটা হাদিস পেয়েছি যেখানে উল্লেহ আছে, মদের সাথের জড়িত ১০জন ব্যক্তির উপর রাসূলুল্লাহ (সঃ) লানত করেছেন: আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সম্পর্ক রাখে এমন দশ শ্রেণীর ব্যক্তির উপর লানত করেছেন। ১. যে লোক নির্যাস বের করে, ২. প্রস্ততকারক, ৩. পানকারী, ৪. যে পান করায়, ৫. আমদানীকারক, ৬. যার জন্য আমদানী করা হয়, ৭. বিক্রেতা, ৮. ক্রেতা, ৯. সরবরাহকারী এবং ১০. এর লভ্যাংশ ভোগকারী। [ইবনে মাজাহঃ ৩৩৮০]
সুদের ব্যাপারেও ৪ জনের বাইরে আর কারো কথা কোথাও উল্লেখ আছে? মদের ক্ষেত্রে যেমন স্পষ্ট উল্লেখ আছে। আমি ২০১৩ সালের দিক সুদের ব্যাপারে ১০জনের কথা উল্লেখ আছে এমন একটি লেখা পরেছিলাম। এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে জানাবেন প্লিজ। কেননা মদের থেকেও বড় গুনাহ হচ্ছে সুদ। সুরা বাকারার ২৭৫ নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ তায়ালা সুদ গ্রহিতাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবেন বলেছেন। এই আয়াতের তাফসিরে কি শুধু গ্রহিতাই হবে নাকি সুদের সাথে জড়িত সকলের একই শাস্তি হবে?

উত্তর

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. তো কয়েক বছর আগে মারা গিয়েছেন। স্যার বলতে কি বুঝাচ্ছেন স্পষ্ট নয়। তবে আপনার প্রশ্নের উত্তর হলো। আপনি ব্যাংক লোন নিয়ে তৈরী বাড়িতে থাকতে পারবেন। আপনি কোন ভাবেই এই সুদের সাথে জড়িত নন, সুতরাং আপনার কোন গুনাহ হবে না। আপনি ভাড়া দিবেন,থাকবেন।