As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 999

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Oct 2008

প্রশ্ন

আস-সালামু আলাইকুম মুহতারাম,আমি একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, প্রশ্ন : স্বামী ও স্ত্রী র রক্তের গ্রুপ একি হয় তাহলে সন্তান নেয়ার পর সন্তানের কোন সমস্যা হতে পারে কিনা?ইসলাম কি বলে, আমার স্ত্রী স্কুলে পড়ে ওখানের এক শিক্ষক নাকি বলেছে ব্লাড গ্রুপ একি হলে মারাত্মক সমস্যা হতে পারে,আমি নিজে এসব বিশ্যাষ করিনা,জানালে ওপক্রিত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামী ও স্ত্রীর রক্ত একই গ্রুপ এক হলে কোন ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা আছে বলে আমাদের জানা নেই।