As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 993

নামায

প্রকাশকাল: 18 Oct 2008

প্রশ্ন

আমি মাঝে মাঝে আমাদের অফিসে নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করি, আমি যখন রুকুতে থাকি, মাঝে মাঝে কিছু ভাই নামাজ পড়তে এসে তারাহুড়া করে রুকুতে শামিল হওয়ার চেষ্টা করে। তাই, আমি ইচ্ছা করে রুকুতে একটু বেশি সময় নিই ওই ভাইদের রুকুতে শরীক করার জন্য। আপনার কাছে প্রশ্ন হল, নামাজের মধ্যে ইচ্ছাকৃত এই কাজটি করার জন্য আমার নামাজের কোন ক্ষতি হল কিনা? বা নামাজের মধ্যে এই রকম করা জায়েজ হবে কিনা? আশা করি জানাবেন।

উত্তর

না, ভাই,এতে কোন সমস্যা নেই। বরং ইমাদের উচিৎ রুকু সাজদাতে একটু বিলম্ব করা। আপনি এমনিতেই রুকু সাজাদ একটু বিলম্ব করবেন। ইমাম তিরমিযী বলেন, وروي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইমামের জন্য মুস্তাহাব হলেঅ তাসবীহ পাঁচবার পরা যাতে মুক্তাদিরা অন্তত তিনবার পড়তে পারে। সুনানু তিরমিযী, ২৬১ নং হাদীসের আলোচনা। এছাড়া সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. ইমামকে মুক্তাদিদের দিকে লক্ষ রাখতে বলেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৭০৪।