আমি মাঝে মাঝে আমাদের অফিসে নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করি, আমি যখন রুকুতে থাকি, মাঝে মাঝে কিছু ভাই নামাজ পড়তে এসে তারাহুড়া করে রুকুতে শামিল হওয়ার চেষ্টা করে। তাই, আমি ইচ্ছা করে রুকুতে একটু বেশি সময় নিই ওই ভাইদের রুকুতে শরীক করার জন্য। আপনার কাছে প্রশ্ন হল, নামাজের মধ্যে ইচ্ছাকৃত এই কাজটি করার জন্য আমার নামাজের কোন ক্ষতি হল কিনা? বা নামাজের মধ্যে এই রকম করা জায়েজ হবে কিনা? আশা করি জানাবেন।