As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 987

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Oct 2008

প্রশ্ন

আমার ব্যাঙ্ক-এ FDR আছে যার ইন্টারেস্ট এর টাকা আমি গরিব দের দিয়ে দেই। আমার প্রশ্ন এই ইন্টারেস্ট এর টাকা দূর সম্পর্কের আত্মীয় বা শশুর বাড়ির আত্মীয় যদিও তারা তেমন অভাবী না আবার তেমন সচ্ছল -ও না তাদের কে কি দেয়া যাবে?

উত্তর

ভাই, সুদ থেকে প্রাপ্ত টাকার কোন খাতে ব্যায় করতে হবে তা কুরআন-সুন্নাতে পাওয়া যাবে না। যেহেতু সেটা আপনার টাকা না তাই আলেমগণ বলেছেন, এগুলো গরীবদের দিয়ে দিতে হবে। আপনি গরীবদেরকে দিবেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের না দেওয়াটাই ভাল। আল্লাহ ভাল জানেন।