ওয়া আলাইকুমুস সালাম। ভাই, দাঁড়ানোর নামই তো আরবীতে কিয়াম । যাহোক আপনি যেটা জানতে চেয়েছেন তা আমরা বুঝতে পেরেছি। এই দাঁড়ানো বা কিয়াম বিদআত। রাসূলুল্লাহ সা. এর জন্মের প্রায় হাজার বছর পর এই প্রথা চালু হয়েছে। সুতরাং এই আনুষ্ঠানিকতা বর্জন করা উচিত। বিস্তারিত জানতে দেখুন শায়েখ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইটির শেষ অধ্যায়, বিশেষ করে ৫৩২-৫৩৩ পৃষ্ঠা।