As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 979

নামায

প্রকাশকাল: 4 Oct 2008

প্রশ্ন

Mohtaram, assalamu alaikum. Is there any Kitab regarding SALAT with reference? With rewards.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, সালাতের কিছু বিষয় আছে এমন যার একাধিক পদ্ধতি সহীহ হাদীসসম্মত। বাজারে বাংলা ভাষাতে সম্ভবত এমন কোন বই নেই যেখানে এই একাধিক পদ্ধতি দলীলসহ বর্ণনা করা হয়েছে। কিছু বই আছে যেখানে একটা পদ্ধতিই শুধু দলীলসহ উল্লেখ আছে। যেমন, শায়খ ইলিয়াস ফয়সাল রচিত নবীজীর নামায, শায়খ আলাবানী রহ. রচিত সিফাতুস সালাত যেটা বাংলাতে রাসূলুল্লাহ সালাত নামে বের হয়েছে। এই দুটি বই একত্রে পড়লে আশা করি আপনি সালাত বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এছাড়া ড. আসাদুল্লাহ আলগালীব লিখিত একটি সালাতের বইও বাজারে পাওয়া যায়। তবে এগুলোর কোনটিতেই সকল সুন্নাহসম্মত পদ্ধতি একত্রিত করা হয় নি।