আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! স্যার শেয়ার এর ব্যবসা করা যাবে কি যদি আমি কোন প্রকার জুয়া বা সুদ ভিত্তিক কোন কোম্পানির শেয়ার না কিনে অন্য যেগুলোর প্রডাক্ট সাধারণত হালাল সেগুলায় কি ইনভেস্টমেন্ট করা যাবে?
আরেকটা প্রশ্ন আমি কি কাউকে ব্যবসা করার জন্য টাকা দিতে পারি কন্টাক্ট অনুযায়ী? যেমন কেউ আমাকে বলল তাকে ১০০০০ টাকা দিলে সে সেই ব্যবসা থেকে যদি লাভ হয় তাহলে সে লাভের এতো % পাবে। আর যদি লস হয় তাহলে তাকেও লস গুনতে হবে। সে খেত্রে কি ঐ লোক আসলে কি ব্যবসা করবে বা কোথায় আমার টাকা ইনভেস্টমেন্ট করবে সেটা যাচাই করা আমার জন্য জরুরী? আর মুদারাবা বা ইসলামিক শরিয়তে ব্যবসায় খুঁটিনাটি জানার জন্য আমাকে পারলে কারো লেকচার বা কোন সাইটের বা কোন ভালো বই থাকলে প্লিজ একটু হেল্প করলে অনেক খুসি হবো স্যার। জাযাকাল্লাহ খইর!