As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 960

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Sep 2008

প্রশ্ন

আসসালামুওলাইকুম, শাইখ, আপনি ৯৫৯ নং প্রশ্নের উত্তরে বলেছেন, সব এলকোহল মদ নয়, একটু ব্যাখ্যা করবেন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এই বিষয়ে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রা. একটি প্রশ্রে উত্তরে বলেছেন এলকোহল একটি কেমিক্যাল টার্ম, এ দ্বারা সর্বদা মদ বুঝানো হয় না। পারফিউমে ব্যবহৃত এলকোহল সাধারণত মাদক হয় না, অনেক সময় বিষাক্ত হয়, যা পান করলে মাতাল না হলেও মৃত্যু হতে পারে। এ ধরনের এলকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার বা এলকোহল মিশ্রিত পানি দিয়ে জীবানুমুক্ত হওয়া ইত্যাদি বৈধ। এতে দেহ বা পোশাক নাপাক হবে না।