সরকারি চাকরির পেনসন নেয়া জায়েজ হবে কি?
১। সরকার প্রতিমাসে বেতনের কিছু অংশ কেটে রাখে। তারপর চাকুরীর বয়স শেষ হইলে এই টাকার সুদ শমেদ পেনসন দেয়। ২। এককালীন নিলে পুরা টাকা দেয়। আর অর্ধেক পেনসন নিলে, বাকি টাকা ব্যাংক এ রেখে মাসিক পেনসন দেয়। যা এই টাকার সুদ থেকে আসে। ৩। আরার সরকার বিভিন্ন হারাম কাজের জন্য লাইসেন্স দিয়ে থাকে। সেই টাকা থেকে বেতন দেয়া হয়। এবং পেনসন এর টাকা এর অর্থায়ন এও হয়ে থাকে। ৪। সুদ ভিত্তিক এই বেতন কি হালাল হবে?
৫। যদি তা না হয়, তবে কি সরকারি চাকুরী করা জায়েজ হবে?
৬। যদি জায়েজ হয়, তবে পেনসন নেয়া কি জায়েজ হবে?