As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 940

আদব আখলাক

প্রকাশকাল: 26 Aug 2008

প্রশ্ন

আসসালামুআলাইকুম, পবিত্র কোরআনের তিলাওয়াতে সেজদার আয়াত পাঠ করেছি। আবার তখন সূর্যও পুরোপুরি উঠে নাই। (মানে তখন সূর্য উঠতেছে) তাহলে আমি সেজদা টা কখন আদায় করব? যখন পাঠ করেছি তখনি নাকি সূর্য পুরোপুরি উঠার পর?

উত্তর

ওয়া আলাইকুমুুস সালাম।সূর্য পুরোপুরি উঠার পর করবেন।