As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 939

নামায

প্রকাশকাল: 25 Aug 2008

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,সফরে থাকা অবস্থায় আমি কি সালাত জমিয়ে আদায় করতে পারবো? মানে জোহর আর আসর দুই রাকাত আলাদা করে আসরের সময়ে এবং মাগরীব ও ইশা যথাক্রমে তিন রাকাত ও দুই রাকাত ইশার টাইমে কি এভাবে জমিয়ে পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জোহরের নামায পড়বেন জোহরের শেষ সময়ে আর আসরের নামায পড়বেন আসরের শেষ সময়ে। তদ্রুপ মাগরিব পড়বেন মাগরিবের শেষ সময়ে আর ইশা পড়বেন প্রথম সময়ে। এই নিয়মটা উত্তম। এর বাইরে আপনি যে পদ্ধতিটি জানতে চেয়েছেন তা নিয়ে আলেমদের মাঝে বিতর্ক আছে।