আমরা ৪ ভাই বাবা মার অধীনে আছি, মানে এখনও আমাদের ৪ ভাইয়ের মধ্যে কেউ আলাদা হই নাই। ২ ভাই বিবাহিত। এর মধ্যে ২ ভাই চাকুরী করি, আর এক জন বিজনেস করে, বাকি জন এখনও ছাত্র। আপনার কাছে প্রশ্ন হল আমাদের পরিবারের শুধু আমার বাবা কোরবানি দিলে কি আমাদের সবার কোরবানি আদায় হয়ে যাবে? অবশ্য বাবা কে কোরবানির জন্য আমরা ৩ ভাই টাকা দিয়ে থাকি। আমাদের কে কি আলাদা ভাবে কোরবানি করতে হবে?
আশা করি উত্তর টি জানাবেন।