As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 930

ঈদ কুরবানী

প্রকাশকাল: 16 Aug 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বাবা, মা নাই, বাবার যে জমি ছিল তা বাবার অসুস্থতার জন্য সব বন্ধক রাখা হয়। বড় ভাই চাকরি করে, তার মত সে তার স্ত্রী ও ২ ছেলে নিয়ে ঢাকায় থাকে । আমার মেঝ ভাইও ঢাকায় চাকরি করে সেও একা থাকে, আমি নিজেও একটা প্রতিষ্ঠানে ১৫০০০টাকা বেতনের চাকরি করি ও পড়ি, পড়া ও থাকা খাওয়ার খরচ দিয়ে আমার কাছে কোন মাসে ১/২ হাজার টাকা থাকে আবার কোন মাসে থাকে না । আমার প্রশ্ন হলঃ এ আবস্থায় আমার উপর কুরবানী করা ওয়াজিব হবে কিনা? বা আমার তিন ভাই মিলে কি কুরবানী করতে হবে? এ আবস্থায় কুরবানীর ব্যাপারে আমার একা বা আমাদের কি করনীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমি এই বিষয়ে কয়েকজন আলেমের সাথে কথা বলেছি। তারা বলেছেন, সতর্কতাবশত কুরাবনী দেয়া উচিৎ। অল্প টাকা দিয়ে আপনি একটি ছাগল কিনে কুরবাণী দিয়ে দিবেন।