As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 926

নামায

প্রকাশকাল: 12 Aug 2008

প্রশ্ন

১) মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ মজি বের হয়ে যায়, যার ফলে আন্ডারউইয়ার এর অল্প অংশ (মটর দানা পরিমাণ) ভিজে যায় । কর্মক্ষেত্রে থাকা অবস্থায় কাপড় পরিবর্তন করা বা ধোয়া সম্ভব হয় না । এই পরিস্থিতিতে নামাজ পড়তে হলে করনীয় কি?
২) মাসবুক ব্যাক্তি ইমামের উভয় সালাম ফিরানো শেষ হবার পূর্বেই দাড়াতে পারবে কি? অনেক কে দেখা যায় প্রথম সালাম শেষ হলেই দাড়িয়ে যায় । ৩) একাকি নামাজের সময়, নামাজের মধ্যে কত রাকাত হয়েছে ভুলে গিয়ে কোন সিদ্ধান্তে উপনীত না হতে পারলে কি করতে হবে?

উত্তর

এতটুকু ভিজলে সমস্যা নেই। এই অবস্থায় নামায হয়ে যাবে। তবে আপনি চেষ্ট করবেন ঐ অংশটুকু ধয়ে নিতে। ২। দুই দিকে সালাম ফিরানোর পরই দাড়ানো উচিত তবে এক দিকে সালাম ফিরানোর পর দাঁড়ালেও নামায হয়ে যাবে। ৩। নামাযে রাকআতের সংখ্য মনে না থাকলে করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সা. বলেছেন, ذَا شَكَّ أَحَدُكُمْ فِى صَلاَتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلاَثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ যখন তোমদের কেউ নামাযের মদ্ধে সন্দেহে পড়বে য, সে কত রাকআত পড়েছে তিন না চার রাকাত, তখন সে সন্দেহকে দূর করে তার নিশ্চিত বিশ্বাসের উপর আমল করবে (অর্থাৎ কমটার উপরে)। এরপর দুইটা (সাহু) সাজদা দিবে। সহীহ মুসলিম হাদীস নং ১৩০০। অন্য হাদীসে স্পষ্ট আছে, وَإِذَا شَكَّ فِى الاِثْنَتَيْنِ وَالثَّلاَثِ فَلْيَجْعَلْهَا اثْنَتَيْنِ ، وَإِذَا شَكَّ فِى الثَّلاَثِ وَالأَرْبَعِ فَلْيَجْعَلْهَا ثَلاَثًا দুই এবং তিন নিয়ে সন্দেহ হলে দুই রাকআত মনে করে বাকী নামায আদায় করবে আর তিন ও চার রাকআত নিয়ে সন্দেহ হলে তিন রাকআত ধরে নিয়ে বাকী এক রাকআত আদায়করবে। । আস-সুনানুল কুবরা লিল বাযহাক্কী, হাদীস নং ৩৯৬৯। হাদীসটি সহীহ।