As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 911

নামায

প্রকাশকাল: 28 Jul 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্ন হল—– আমার যদি জামাতে কোন রাকাত ছুটে যায় —
যেমন জহরের সালাতের ২রাকাত ছুটে গেল তখন আমি কি ইমাম এর সাথে ২রাকাত পরার পর ইমাম এর সাথে সালাম ফিরিয়ে তাঁরপর দাড়িয়ে সালাত পূর্ণ করব নাকি ইমাম এর সাথে সালাম না ফিরিয়ে দাড়িয়ে বাকী নামায আদায় করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাম না ফিরিয়ে বাকী রাকআতগুলো আদায় করবেন। তবে ভুল করে সালাম ফিরিয়ে ফেললে কোন সমস্যা নেই। তারপর উঠে বাকী রাকআতগুলো আদায় করবেন।