As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 901

বিবিধ

প্রকাশকাল: 18 Jul 2008

প্রশ্ন

ক) রক্ত বিক্রি করা জায়েজ আছে কিনা? খ) শরীরের অঙ্গ যেমন কিডনি বিক্রি করা জায়েজ আছে কিনা?

উত্তর

ক. আলেম ও ফকীহগণ এ ব্যাপারে একমত যে, রক্ত বিক্রি করা জায়েজ নেই, হারাম। সাহবী আবু জুয়াইফা রা. বলেন, إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ নবী সা. রক্তের মূল্য নিতে নিষেধ করেছেন। সহীহ বুখারী হাদীস নং ২২৩৮। হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. বলেন, والمراد تحريم بيع الدم كما حرم بيع الميتة والخنزير وهو حرام إجماعا أعني بيع الدم وأخذ ثمنه (এই হাদীস দ্বারা) উদ্দে্শ্য হলো রক্ত বিক্রি হারাম। যেমন মৃত জন্তু এবং শুকুর বিক্রি হরাম। আর রক্ত বিক্রি করা এবং রক্ত বিক্রি করে মূল্য গ্রহণ করা সকলের নিকট হারাম। ফাতহুল বারী, ৪/৪২৭। উক্ত হাদীসের আলোচনা। সুতরাং রক্ত বিক্রি করা যাবে না। খ.মানুষের শরীরের অঙ্গের মালিক মানুষ নয়। আর মালিকান বিহীেন কোন কিছু বিক্রি কর হারাম। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন,(ইন্টারনেটে) তরিকুল ইসলাম (আরবী), ما حكم بيع الأعضاء والدم على المذاهب الأربعة এই প্রশ্নের উত্তর। মারকাজুল ফাতাওয়া, ফাতাওয়া নং ৬৩২।