রাসূলুল্লাহ সা. জীবিত থাকাকালীন বহু সাহাবী মারা গিয়েছিলেন, তিনি কোন দিন কারো জন্য শোক দিবস পালন করেন নি, মৃত্যু বার্ষিকীও পালন করেন নি। রাসূলুল্লাহ সা. এর মৃত্যুর পর প্রায় ১০০ বছর সাহাবীরা দুনিয়াতে ছিলেন তারা রাসূলুল্লাহ সা. বা অন্য কারো জন্য শোক দিবস পালন করেন নি, তাঁর মৃত্যুবাষিকীও পালন করেন নি। তাবেয়ী, তাবে তাবেয়ী এবং পরবর্তী আলেমগণও শোক দিবস পালন করেন নি। যে কাজ রাসূলুল্লাহ সা. সাহাবী-তাবেয়ীগণ করেন নি তার আমাদের জন্য করা উচিৎ নয়। জায়েজ না খুঁজে আমাদের সুন্নাত খুঁজা উচিৎ। আর সুন্নাত হলো পালন না করা।