As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 88

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 Apr 2006

প্রশ্ন

আসসালামু লাইকুম? স্যার আমার একটা উওর দিবেন পিলিজ? আমার এক ভাই তার! প্যমেলিতে পায় তার মা আর তার স্তীর জগরা হয়! এখন কি তি তার স্তীর কে অন্য কোনো খানে রাখলে কি তার মায়ের সাথে কি বেভিচার করা হবে কি মা বাবা এবং স্তীর তাদের হক কি বাবে পালন করবো পিলিজ বলবেন? সরিয়তের আলোকে জানতে চাই? আমি আপনার একটা ছাএ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সন্তানের উপর ফরজ মা-বাবার খেদমত করা। পুত্রবধূর জন্য আবশ্যক নয়। তবে মহিলাদের জন্য উচিৎ হলো স্বামীর পিতা-মাতার ভাল-মন্দের প্রতি লক্ষ রাখা। মা আর স্ত্রীর মাঝে যদি ঝগড়া বা মনোমালিন্য হয় তাহলে উচিৎ হলো স্ত্রীর জন্য অন্য কোন বাড়ির ব্যবস্থা করা। এতে কোন অন্যায় হবে না। তবে সর্বদা মায়ের খেদমতের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হবে। মা, বাব ও স্ত্রীর প্রয়োজনয়ীও সকল চাহিদা পূরণ করলেই তাদের হক আদায় করা হয়ে যাবে।