আসসালামু আলাইকুম, আমার শশুর দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালায়(ব্যবসা করে), তিনি দোকানে বিড়ি, সিগারেট, কোকাকোলা… বিক্রি করে। আমার প্রশ্ন, এ ভাবে কি রোজগার হালাল হবে, না হারাম হবে? যদি হারাম হয় তাহলে আমার শশুর আমাকে দাওয়াত করলে সে দাওয়াতে কি যাওয়া(খাওয়া দওয়া করা) যাবে?
আমরা স্বামী-স্ত্রী, শশুরের এসব দ্রব্য বিক্রি বন্ধের জন্য কি করতে পারি? দয়াকর একটু পরামর্শ দিবেন।