পিতা-মাতার প্রতি সন্তানের অধিকার ও সন্তানের প্রতি পিতা-মাতার অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত খুতবাতুল ইসলাম বইটির ২০৭ -২১২ এবং ২১৫-২২০পৃষ্ঠা। সংক্ষেপে এতটুকু বলা যায় পিতা-মাতাকে সম্মান করা, প্রয়োজনে সবধরনের সহযোগিতা করা সন্তানের দায়িত্ব আর সন্তানকে সু-সন্তানরুপে গড়ে তোলা, সাধ্যমত তাদের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করা পিতা-মাতার দায়িত্ব।