As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 86

বিবিধ

প্রকাশকাল: 25 Apr 2006

প্রশ্ন

Assalamualaikum, Questions given here are my mothers 1. Im a diabetic patient, however sometimes when I walk in the road my body get touched with other people of the road and takes place not from my own will. Is there will be any gunah for it. 2. Can I go to any market wearing borkhah? If I go so will there be any gunah. 3. If anyone dies and arrange Ziafot and gives meat to eat will there be any gunah to eat that meat?

উত্তর

ওয়া আলাইকুমুস সলাম ওয়া রহমাতুল্লাহ। ( ১) না। অনিচ্ছা সত্ত্বেও যদি এমন কখনো হয়ে যায় তাহলে গুনাহ হবে না। (২) হ্যাঁ। আপনি বোরকা পরে প্রয়োজনীয় যে কোন জায়াগায় যেতে পারবেন। (৩) মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে খানা-পিনার আয়োজন করা বিদআত। সুতরাং এমন খানা-পিনা থেকে বিরত থাকা উচিৎ। তবে খেয়ে ফেললে আশা করা যায় গুনাহ হবে না।