As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 854

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Jun 2008

প্রশ্ন

আমি এক লোকের জন্য কাজ করি । তার ওয়েবসাইটের আর্টিকেল লিখে দেই। এইবার সে আমাকে কিছু কাজ দিছে। কাজগোল হলো কিছু লোকের জীবনী ছোট করে লিখে দেয়া যেমন – খেলোয়াড়, ব্যাবসায়ী, গায়ক, মডেল, অভিনেতা- অভিনেত্রী, সাংবাদিক ইত্যাদি । আমার প্রশ্ন হচ্ছে তাদের জীবনী লেখা কি হালাল /হারাম হবে? বিদ্রো: আমি তাদের কারো কাজে উৎসাহ দেয়া মূলক কোনো কিছু লিখি নাহ।

উত্তর

ইসলাম ও মুসলিমদের ইমান ও আমলের ক্ষতি হয় এমন কোন কাজ করা ঠিক হবে না। এখন দেখুন আপনার কাজ দ্বারা এমন কিছু হচ্ছে কি না? সাধারণভাবে কারো জীবনী লেখা দোষের কিছু না। তবে মডেল অভিনেতাদের জীবনী লিখে দেয়া তো অবশ্যই আপত্তিকর। যদি এটা এড়িয়া যাওয়া যায় তাহলে না করাই উচিৎ। আর যদি বাধ্য হন তাহলে আপতত করুন আর অন্য কোন পেশা খুঁজুন।