শায়েখ, আমি যদি বরিশাল থেকে ঢাকাতে যাই (১৫ দিনের কম থাকার উদ্দেশ্যে), তবে কি আমার জন্য সালাত কসর করতে হবে?
সেখানে তো মসজিদ রয়েছে, তাহলে আমি কিভাবে সলাত কসর করব? ( ঘরে বসে কসর করব নাকি মসজিদে কসর করব )
মসজিদে কসর করলে কিভাবে করব?
উত্তর
বরিশাল থেকে ঢাকায় ১৫ দিনের কম থাকার উদ্দেশ্যে গেলে ঢাকায় কসর করতে হবে। তবে জেনে রাখা দরকার কসর করতে হয় যখন একা একা সালাত আদায় করা হয়। মসজিদে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে আপনি কসর করবেন না। আবার মসজিদে যদি জামাতের সাথে আদায় না করেন তাহলে কসর করতে হবে। সর্বাবস্থায় জামাতের সাথে সালাত আদায় করাই উচিৎ। কসর হলো চার রাকআত বিশিষ্ট সালাতগুলো দুই রাকআত পড়া। বিস্তারিত স্থানীয় কোন আলেমের কাছ থেকে জেনে নিন।