বিবাহের বয়সসীমা ইসলামী আইন অনুযায়ী কত? বর্তমানে প্রত্যেক পরিবারেই এটা বলা হয় যে, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করা যাবে না। লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হতে হলে বয়স ৩৫ বছর হয়ে যায়। এ ক্ষেত্রে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? বিবাহের বয়স হলে পরিবারের থেকে বিবাহ না দিলে প্রতিষ্ঠিত হবার আগমূহূর্ত পর্যন্ত যত আপরাধ হবে তার দায়ভার কি পরিবারের উপর বর্তাবে কিনা? আশা করি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন।