As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 844

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 May 2008

প্রশ্ন

বিবাহের বয়সসীমা ইসলামী আইন অনুযায়ী কত? বর্তমানে প্রত্যেক পরিবারেই এটা বলা হয় যে, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করা যাবে না। লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হতে হলে বয়স ৩৫ বছর হয়ে যায়। এ ক্ষেত্রে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? বিবাহের বয়স হলে পরিবারের থেকে বিবাহ না দিলে প্রতিষ্ঠিত হবার আগমূহূর্ত পর্যন্ত যত আপরাধ হবে তার দায়ভার কি পরিবারের উপর বর্তাবে কিনা? আশা করি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন।

উত্তর

ইসলাম বিবাহের কোন বয়স নির্ধারণ করে দেয় নি। এটি স্থান কাল পাত্রের চাহিদা অনুযায়ী হবে। বয়স হয়ে গেলে মা-বাবার উচিত ছেলে-মেয়েদের বিবাহের ব্যবস্থা করা। যদি তারা অবহেলা করেন তাহলে তাদেরকে কৌশলের সাথে বুঝাতে হবে। এরপরও যদি তারা রাজী না হয় তাহলে ছেলেরা অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করতে পারবে। ছেলেদের বিবাহরে ক্ষেত্রে অভিভাবকের অনুমতি শর্ত নয়। তবে মেয়েদের ক্ষেত্রে হাদীসে অভিভাবক ব্যতিত বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে এমন সমস্যা হয়ও কম। মা-বাবার অবহেলার কারণে সন্তানোর গুনাহের কাজে জড়ালে পিতা-মাতা অবশ্যই গুনাহগার হবে।