As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 842

হালাল হারাম

প্রকাশকাল: 20 May 2008

প্রশ্ন

আজকাল দেখা যায় কিছু লোক ফতগ্রাফি করছে, পেশাদারি নয় বরং অপেশাদারি। যেমন- তারা কোন বিশেষ স্থানে গিয়ে কারনে বা অকারনে ছবি তুলছে। এই রকম ফতগ্রাফি কি ইসলামে বৈধ?

উত্তর

এই ধরনের অপ্রয়োজনীও কাজ ছাড়তে হবে। বর্তমানে সেলফী তুলতে গিয়ে অনেকে মারাও যাচ্ছে।যদি এই ছবি প্রিন্ট করা হয় তাহলে তা জায়েজ হবে না।