As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 840

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 May 2008

প্রশ্ন

assalamualaikum, তাহাজুদ সালাতে দেখে দেখে কোরান পড়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নফল সালাত তথা তাহাজ্জুদের সালাতে কোরআন মুখস্ত পড়াই সুন্নাত। তবে একটি হাদীসে আছে وَكَانَتْ عَائِشَةُ يَؤُمُّهَا عَبْدُهَا ذَكْوَانُ مِنَ الْمُصْحَفِ অর্থ: আয়েশা রা. এর গোলাম যাকওয়ান কুরআন থেকে দেখে দেখে পড়ে (তারাবীহ সালাতে) তাঁর ইমাম হয়ে সালাত পড়িয়েছিলেন। সহীহ বুখারী, ৬৯২ নং হাদীসের পূর্বে; মুসান্নাফ ইবনু আবি শায়বা, হাদীস নং ৭২৯৪। হাদীসটিকে ইবনে হাজার আসকালানী, ইমাম বাইহাক্কীসহ মুহাদ্দিগণ হাসান বলেছেন। এই হাদীসের ভিত্তিতে অধিকাংশ ওলামায়ে কিরাম নফল তথা তাহাজ্জুদের সালাতে কোরআন দেখে পড়াকে জায়েয বলে থাকেন। তবে হানাফী ফকীহগণ সব সালাতের বিষয়েই নাজায়েয বলে থাকেন।