As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 833

বিবিধ

প্রকাশকাল: 11 May 2008

প্রশ্ন

১. বাসা থেকে কতদূর ভ্রমন করলে মুসাফির হবে? ২. কুরআনে আল্লাহর পথে দান বলতে কি বুঝানো হয়েছে?

উত্তর

১. বাসা থেকে ৪৮ মাইল তথা ৭৮-৭৯ কিলোমিটার দূরত্বে সফর করার নিয়ত করে বের হলে নিজ এলাকার বাইরে গেলে মুসাফির হিসাবে গন্য হবে। তবে যেখানে যাবে সেখানে যদি ১৫ দিনের বেশী থাকার নিয়ত করে তাহলে সেখানে মুসাফির হিসাবে গন্য হবে হবে না। তবে পথের মধ্যে মুসাফির হিসাবে গন্য হবে। আর ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করলে সেখানেও মুসাফির হিসাবে গন্য হবে। ২. আল্লহর পথে দান কয়েক প্রকারের। কিছু দান আবশ্যক। যেমন, যাকাত, ফিতরা ইত্যাদি। আবার কিছু দান ঐচ্ছিক। যেমন, কোন গরীবকে বা কাউকে টাকা-পয়সা, খাবার-দাবার, জামা-কাপড় ইত্যাদি দেয়া, কুরবানীর গোশতের একটা অংশা গরীবদের-আত্নীয়স্বজনদের দেয়া ইত্যাদি। সবই আল্লাহর পথে দান হিসাবে গন্য। এমন কি নিজ পরিবারের জন্য খরচ করাকেউ দান হিসাবে হাদীসে উল্লেখ করা হয়েছে। বিশেষ কোন দান সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত লিখে পূনরায় প্রশ্ন করুন।