As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 829

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 May 2008

প্রশ্ন

মেহেদী দুই ধরনের। ১। শুকিয়ে উঠে যায়। ২। শুকিয়ে উঠে যায় না বরং স্থায়ীভাবে লেগে থাকে। এখানে গাছের মেহেদি কোনটা আর বাজারের মেহেদি কোনটা? পুরুষরা যদি গাছে মেহেদি নেয় তাহলে কি কোনো সমস্যা অনেকে বলে মেহেদি নেওয়া সুন্নাত এই কথাটি কি সত্য?

উত্তর

গাছরে মহেদেী কখনো শুকয়িে উঠে যায় না। বাজাররে মহেদেীর মধ্যে কয়কে ধরনরে থাকতে পারে । আমরা মূলনীতটিি বলছে। গাছের মেহেদী পুরুষেরা দাড়িতে নিতে পারবে। শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. তাঁর পোশাক বইয়ে বলছেনে, তিনি (রাসূলুল্লাহ সা.) দাড়িতে খেযাব ব্যবহার করেন নি বলেই অধিকাংশ বর্ণনার আলোকে বুঝা যায়। কারণ তাঁর দাড়ি প্রায় সবই কাল ছিল। মাথায় গোটা বিশেক চুল এবং নিচের ঠোটের নিচের দাড়িগুচ্ছের (বাচ্চা দাড়ির) মধ্যে গোটা দশেক দাড়ি মাত্র সাদা হয়েছিল। এছাড়া দু কানের পাশে কলির কিছু চুল পাকতে শুরু করেছিল।ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ৬/৫৭-৫৭২।