আসসালামু আলাইকুম। হুজুর আমি শুনেছি যে কেউ যদি অপবিত্র অবস্তায় নামায পরে তাহলে সে কাফের হয়ে যায়। এখন আমার সমস্যা হচ্ছে যে,আমি বাসা থেকে বের হলে কোথাও প্রস্রাব করলে পানি দিয়ে প্রবিত্রতা অরজন করি । কিন্তু পানি নেওয়ার পরে প্যান্ট পরার পর প্রস্রাবের কিছু কাপরে লেগে যাচ্ছে। এজন্য কাফের হবার ভয়ে নামায(যোহর,আছর, মাগরীব) পরতে পারছি না। আবার নামাজ না পরলে ও কাফের হয়ে যাব,আমি কি করব। আমাকে একজন বলেছে বিসমিল্লাহ বলে তিনবার কাপর এর এক কোনা ধুলে কাপর পাক হয়ে যায়। একথা কি ঠিক। আর প্রস্রাব এর পর কিভাবে প্রবিত্রতা অরজন করবো? যদি জানাতেন।