আসসালামু আলাইকুম। অনেক সময় অজু থাকে না, অথবা যান বাহনে থাকি আর এই এ অবস্থায় মোবাইলে কোরআন শরিফের তিলাওয়াত শুনার সময় সিজদার আয়াত শুনলে সেটার জন্য কি তেলাওয়াতের সিজদা আদায় করতে হবে? আশা করি উত্তর টি জানাবেন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, রেকর্ড শুনলে তেলাওয়াতের সিজদা দেয়া লাগবে না। তবে লাইভ অনুষ্ঠানে সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে।