As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 826

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 May 2008

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, শ্রদ্ধেয় হুজুর. সালাম ইসলামি আদব। সালাম-মুসাফা শেষে শ্রদ্ধা-ভক্তি যানাতে/দেখাতে ইসলামি আকিদা কি বা কেমন? হাতে চুমু খাওয়া বা কপালে চুমু খাওয়া বা কেমন?. . . দয়া করে জানাবেন। আব্দুর রহিম/ নাটোর / 01712669027

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, হাতে বা কপাল চুমু খাওয়া রাসূলুল্লাহ সা. থেকে এবং সাহাবীদের থেকে সহীহসূত্রে প্রমানিত। সুতরাং হাতে বা কপালে চুমা দেয়া কোন বিদআত নয়। সহীহ বুখারী, হাদীস নং ১৩০৩, ১২৪১; ফাতহুল বারী, ১১/৫৭ ( ৫৯১ নং হাদীসের আলোচনা।