As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 812

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 20 Apr 2008

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। আমার কাছে এই বেলায় এসে প্রায় মনে হইতেছে, অনেক সময় জীবনের চলতি পথে অনেক মানুষের ছোট-খাট কিছু হক আমার ধারা নষ্ট হয়েছে। (যেমন- বাজার-ঘাটে, বাসে চড়ার সময়, মানুষের সাথে অন্য কোন লেনদেনের ক্ষেত্রে) ১-২-৫-১০ টাকার কম বেশি করেছি। হয়ত পরে দিব বলে আর দেয়া হয় নি। ওই মানুষ গুলো কেও আমি আর খুঁজে বের করতে পারব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যাদের হক আমার দ্বারা নষ্ট হয়েছে তাদের নামে আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করে দিব। আপনার কাছে আমার জিজ্ঞাসা হল মাসজিদে কি তাদের নামে টাকা দান করা যাবে? যদি না যায় তাহলে কোথায় দান করলে উনারা উপকৃত হবেন? দানের খাত গুলো জানালে খুবই উপকৃত হব। আর দান কি অল্প অল্প করে বিভিন্ন খাতে দেয়া যাবে, নাকি এক জায়গায় সব টাকা দান করতে হবে?
জাযাকাল্লাহু খইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর পথে আপনার এভাবে ফিরে আসা খুবই প্রসংসনীয়। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন এবং দীনের পথে অটুট রাখেন। হ্যাঁ, মাসজিদে তাদের নামে টাকা দান করা যাবে । অন্যান্য গরীব অসহায়দেরও দান করা যাবে।দান অল্প অল্প করে বিভিন্ন খাতে দেয়া যাবে এবং এক জায়গায় সব টাকাও দান করতে পারেন।