As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 805

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Apr 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার মোবাইলে পবিত্র আল কুরআনের সফটওয়্যার ও আল হাদিসের সফটওয়্যার ইন্সটল করা আছে। মোবাইল সাথে থাকা অবস্থায় টয়লেটে গমন করা যাবে কি? মোবাইল সাথে থাকা অবস্থায় বিভিন্ন বাজে কথা/মোবাইলে বাজে কথা বললে পবিত্র কুরআন অবমাননার বা অন্য কোন গুনাহ হবে কি? বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়াআলাইকুমুস সালাম। মোবাইলের স্কীনে কুরআন বা হাদীস রাখা অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না। স্কীনে না থাকলে সমস্যা নেই। আজে বাজে তথা কুরআন-সুন্নাহতে নিষিদ্ধ কোন ধরনের কথা মোবাইলে বলুন আর বাইরে বলুন গোনাহ হবে।