As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 797

হজ্জ

প্রকাশকাল: 5 Apr 2008

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ১. হজে গিয়ে প্রথম বাইতুল্লাহ বা কাবা দেখার পর মনে মনে যে নিয়াত করবে সে দুয়া পূরন হবে বলে একটি কথা প্রচলিত আছে। এর সত্যতা জানতে চাই। ২. হজের পর মদিনায়, মাসজিদে নববিতে একাধারে চল্লিশ ওয়াক্ত সালাত আদায় করার কোন significance হাদিসে আছে কিনা, থাকে জানতে চাই। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। দুইটি বিষয়েই হাদীস আছে। তবে উভয় হাদীসই চরম পর্যায়ের দূর্বল। তবে একটি হাদীসে রাসূলুল্লাহ স. বলেছেন, مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِى جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ অর্থ: যে ব্যক্তি আল্লাহ তায়ালার জন্য ৪০ দিন জামায়আতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে যে জাহান্নাম থেকে এবং নিফাকী থেকে মু্ক্তি পাবে। সুনানু তিরমিযী, হাদীস নং ২৪১। শায়খ আলবানী রহ. বলেছেন, হাদীসটি হাসান।