As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 772

আখিরাত

প্রকাশকাল: 11 Mar 2008

প্রশ্ন

আল কুরআনে ১. সূরা ইয়াসিন ২. সূরা আর রহমান ৩. সূরা আল ফাতিহা ৪. সূরা আল মূলক ৫. সূরা ওয়াকিয়া ৬. সূরা নূহ ৭. সূরা আল জুমা ৮. সূরা মুজাম্মিল ৯. সূরা নাবা। প্রতিদিন এই সূরাগুলো পড়লে কি উপকার আছে। দয়াকরে আল হাদীসের আলোকে জানাবেন। মহান আল্লাহ পাক আপনাদের আস-সুন্নাহ ট্রাস্টকে কবুল করুক। আমীন!

উত্তর

কুরআন পড়াতো সওয়াবের কাজ। প্রতিটি হরফে সওয়াব সুতরাং উপকার তো হবেই । অপনার যদি স্পেশাল কোন ফজিলত সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে বিস্তারিত লিখে পাঠান। কোন ফজিলত কোন সূরা ইত্যাদী। প্র্রশ্ন ছোট করবেন দয়া করে।