As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 768

আদব আখলাক

প্রকাশকাল: 7 Mar 2008

প্রশ্ন

আসসলামু আলাকুম। নামাজে টুপি পরা কী সুন্নত? যদি সুন্নত না হয় তাহলে পরা হয় কেন? দয়া করে উত্তর টা জলদি দেওয়ার চেস্টা করিবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. ও সাহাবীগণ স্বাভাবিক পোশাক হিসাবে টুপি পরতেন বলে অনেক হাদীসে পাওয়া যায়। কখনো কখনো তারা টুপি ছাড়াও চলাফেরা করতেন। শুধু নামাযের জন্য টুপি পরা সুন্নাত এই মর্মে কোন হাদীস আমরা পাই নি। তবে টুপি পরে নামায পড়া নামাযের প্রতি অনেক সময় মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। তাই আমাদের উচিত টুপি পরেই নামায পড়া। আল্লাহ তায়ালা ভাল জানেন।