As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 766

যাকাত

প্রকাশকাল: 5 Mar 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি অনেক দিন থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিভিন্ন TV চ্যানেল গুলতে Try করেছি কিন্তু ফোনের লাইন পাইনি। তাই আজ এই সাইটে Try করছি আশা করি উত্তরটা পাবো ইনশাল্লাহ। প্রশ্নটা হল- SIBL একটি ইসলামি ব্যাংক। আর ইসলামি ব্যাংক জেনেই আমি আমার কিছু টাকা এই ব্যাংককে FDR করে রেখেছি। এই ভেবে যে, আমার টাকা যেমন নিরাপদে থাকবে আবার বৈধ বা হালাল ভাবে কিছু লাভ ও পাবো। আমি জানতে চাই যে, আমার এই FDR এর বিপরীতে তিন মাস অন্তর অন্তর যে লভ্যাংশ পাই তা থেকে আমি জাকাত দিতে পারব কিনা ও মসজিদ নির্মাণ কাজে এই টাকা ব্যাবহার করা যাবে কিনা? আসলে আমি সুধ থেকে বাঁচতে চাই। ঘরে টাকা রাখা ও নিরাপদ নয়। আমাদের দেশের ইসলামি ব্যাংকগুলো কি সঠিক পথে আছি? যদি না থাকে তবে এই লভ্যাংশ নিজে জন্য ব্যাবহার করা গুনাহ হবে? বা এই লভ্যাংশ আমি কি কাজে লাগাতে পারি?
ভালো থাকুন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিরাপত্তার স্বার্থে আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন। হালাল টাকা দিয়ে আপনি যাকাত দিতে পারেন, মসজিদ নির্মানেও সহযোগিতা করতে পারেন। ইসলামী ব্যাংকগুলো ইসলামী শরীয়াহ অনুসরণ করে বলে দাবী করে। সে হিসাবে আপনার লাভ হালাল টাকা। তবে অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের অঙ্গিকার রক্ষা করতে পারে না। তাই সতর্কতা হিসাবে আপনার জন্য উচিত হলো লাভের টাকা গরীবদের মাঝে সওয়াবের নিয়ত ছাড়া বিলিয়ে দেয়া। যাকাত দেবেন এমন টাকা দিয়ে যাতে কোন প্রকারের সন্দেহ নেই। মসজিদ নির্মানেও এমন টাকা দেয়া উচিত যেখানে হারামের কোন সন্দেহ নেই।