আসসালামুয়ালাইকুম, আমি অনেক দিন থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিভিন্ন TV চ্যানেল গুলতে Try করেছি কিন্তু ফোনের লাইন পাইনি। তাই আজ এই সাইটে Try করছি আশা করি উত্তরটা পাবো ইনশাল্লাহ। প্রশ্নটা হল- SIBL একটি ইসলামি ব্যাংক। আর ইসলামি ব্যাংক জেনেই আমি আমার কিছু টাকা এই ব্যাংককে FDR করে রেখেছি। এই ভেবে যে, আমার টাকা যেমন নিরাপদে থাকবে আবার বৈধ বা হালাল ভাবে কিছু লাভ ও পাবো। আমি জানতে চাই যে, আমার এই FDR এর বিপরীতে তিন মাস অন্তর অন্তর যে লভ্যাংশ পাই তা থেকে আমি জাকাত দিতে পারব কিনা ও মসজিদ নির্মাণ কাজে এই টাকা ব্যাবহার করা যাবে কিনা? আসলে আমি সুধ থেকে বাঁচতে চাই। ঘরে টাকা রাখা ও নিরাপদ নয়। আমাদের দেশের ইসলামি ব্যাংকগুলো কি সঠিক পথে আছি? যদি না থাকে তবে এই লভ্যাংশ নিজে জন্য ব্যাবহার করা গুনাহ হবে? বা এই লভ্যাংশ আমি কি কাজে লাগাতে পারি?
ভালো থাকুন